Porra na calcinha shethru vermelha e buceta peluda
225,015 99%
há 9 anos
Comentários
25
Por favor faz log in ou regista-te para fazer comentários.
ঋতুস্রাব চলাকালীন প্রচণ্ড সেক্স করতে ইচ্ছে যাচ্ছে। কিন্তু বন্ধুদের কাছে শুনেছেন, এই সময় সেক্স করা বিপজ্জনক। এই কথাটা কখনও নিজে যাচাই করে দেখেছেন? কিংবা খোলাখুলি কথা বলেছেন আপনার গাইনোলজিস্টের সঙ্গে? আজও সমাজে সেক্স ও পিরিয়ড নিয়ে নানা ভ্রান্ত ধারণা সমাজে প্রচলিত রয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন ঋতুস্রাব চলাকালীন সেক্স করা যায় নাকি।
চিকিৎসকদের মতে, পিরিয়ড চলাকালীন যৌন মিলনে লিপ্ত হওয়ায় কোনও ভুল নেই। বরং, এই সময় মিলন আরও সুখের হতে পারে।
১) পিরিয়ডের সময় মহিলাদের দেহে নানা হরমোনের তারতম্য দেখা দেয়। এই সময় অনেক মহিলাই যৌন মিলনে আগ্রহী হন। এই সময় যৌন ইচ্ছে প্রবল হলে তাকে দমিয়ে রাখবেন না। আপনার পার্টনার যদি স্বচ্ছন্দ বোধ করেন, সেক্স করতেই পারেন। এতে অন্তত শরীরে ডোপামিন ও অক্সিটোসিনের মতো ‘হ্যাপি হরমোন’-এর মাত্রা বাড়বে। খিটেখিটে মেজাজ বা মুড সুইংও হবে না।
২) যৌন মিলনে লিপ্ত হলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। জরায়ুতে রক্ত চলাচল বেড়ে যায়। পেলভিক পেশীগুলি সংকুচিত হয়। এতে পিরিয়ডের সময় হওয়া তলপেটের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে, ডোপামিন ও অক্সিটোসিন নিঃসৃত হয়। এতেও কিন্তু শারীরিক ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তি মেলে। অর্থাৎ, পিরিয়ডের ক্র্যাম্প কমাতে সেক্স করতে পারেন।
৩) পিরিয়ডের সময় সেক্স করলে বদ রক্ত ও জরায়ুর আস্তরণ দ্রুত শরীর থেকে বেরিয়ে যাবে। আপনার যদি ৭ দিন ধরে পিরিয়ড চলে, সেক্ষেত্রে ৫ দিনেই বন্ধ হয়ে যেতে পারে ঋতুস্রাব।
৪) সেক্সের সময় অনেকেই ভ্যাজাইনায় ব্যথা অনুভব করে। এই সমস্যা এড়াতে চাইলে এবং যৌন মিলন উপভোগ করলে পিরিয়ডের সময় সেক্স করুন। এই সময় সেক্স করলে আলাদা করে আর লুব্রিকেন্ট জেল ব্যবহার করার দরকার নেই। এই সময় পেনিট্রেশন হলে কম ব্যথা লাগে।
৫) অনেকেই মনে করেন, পিরিয়ডের সময় সেক্স করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এই ধারণা কিন্তু ভুল। সবার ডিম্বস্ফোটন চক্র সমান হয় না। পিরিয়ডের সময় ডিমগুলো প্রজনন স্বাস্থ্য থেকে বেরিয়ে যায়। এই সময় একটু হলেও অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা কম। তবে, কন্ডোম ছাড়া সেক্স করবেন না। এতে ইউটিআই কিংবা অন্য যৌন রোগের ঝুঁকি রয়েছে।
চিকিৎসকদের মতে, পিরিয়ড চলাকালীন যৌন মিলনে লিপ্ত হওয়ায় কোনও ভুল নেই। বরং, এই সময় মিলন আরও সুখের হতে পারে।
১) পিরিয়ডের সময় মহিলাদের দেহে নানা হরমোনের তারতম্য দেখা দেয়। এই সময় অনেক মহিলাই যৌন মিলনে আগ্রহী হন। এই সময় যৌন ইচ্ছে প্রবল হলে তাকে দমিয়ে রাখবেন না। আপনার পার্টনার যদি স্বচ্ছন্দ বোধ করেন, সেক্স করতেই পারেন। এতে অন্তত শরীরে ডোপামিন ও অক্সিটোসিনের মতো ‘হ্যাপি হরমোন’-এর মাত্রা বাড়বে। খিটেখিটে মেজাজ বা মুড সুইংও হবে না।
২) যৌন মিলনে লিপ্ত হলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। জরায়ুতে রক্ত চলাচল বেড়ে যায়। পেলভিক পেশীগুলি সংকুচিত হয়। এতে পিরিয়ডের সময় হওয়া তলপেটের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে, ডোপামিন ও অক্সিটোসিন নিঃসৃত হয়। এতেও কিন্তু শারীরিক ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তি মেলে। অর্থাৎ, পিরিয়ডের ক্র্যাম্প কমাতে সেক্স করতে পারেন।
৩) পিরিয়ডের সময় সেক্স করলে বদ রক্ত ও জরায়ুর আস্তরণ দ্রুত শরীর থেকে বেরিয়ে যাবে। আপনার যদি ৭ দিন ধরে পিরিয়ড চলে, সেক্ষেত্রে ৫ দিনেই বন্ধ হয়ে যেতে পারে ঋতুস্রাব।
৪) সেক্সের সময় অনেকেই ভ্যাজাইনায় ব্যথা অনুভব করে। এই সমস্যা এড়াতে চাইলে এবং যৌন মিলন উপভোগ করলে পিরিয়ডের সময় সেক্স করুন। এই সময় সেক্স করলে আলাদা করে আর লুব্রিকেন্ট জেল ব্যবহার করার দরকার নেই। এই সময় পেনিট্রেশন হলে কম ব্যথা লাগে।
৫) অনেকেই মনে করেন, পিরিয়ডের সময় সেক্স করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এই ধারণা কিন্তু ভুল। সবার ডিম্বস্ফোটন চক্র সমান হয় না। পিরিয়ডের সময় ডিমগুলো প্রজনন স্বাস্থ্য থেকে বেরিয়ে যায়। এই সময় একটু হলেও অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা কম। তবে, কন্ডোম ছাড়া সেক্স করবেন না। এতে ইউটিআই কিংবা অন্য যৌন রোগের ঝুঁকি রয়েছে।
Responder